banglanewspaper

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় রবিবার সকালে এই গোলাগুলির ঘটনা ঘটে।

ওয়াশিংটন মেট্রোপলিটান পুলিশ প্রধান পিটার এক সংবাদ সম্মেলনে বলেন, গোলাগুলিতে আহত ক্রিস্টোফার ব্রাউনকে (১৭) হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। গোলাগুলির সময় অফ-ডিউটিতে থাকা একজন পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছেন, তার অবস্থা আশঙ্কা জনক। এছাড়া আহত অনেকের অবস্থাও গুরুতর বলে জানান তিনি।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের দক্ষিণ পূর্বাঞ্চলে আনাকোস্টিয়া নদী ও ফোরট সার্কেল পার্কের মাঝে হুট করেই এই গোলাগুলি শুরু হয়। অন্তত তিন জন আলাদা আলাদা যায়গা থেকে গুলি ছুঁড়তে ‍শুরু করে। তবে ঠিক কী কারণে এই গোলাগুলির ঘটনা ঘটলো তা এখন পর্যন্ত স্পষ্ট নয় বলে খবরে বলা হয়েছে।

সিএনএন বলছে, গোলাগুলির পর অন্তত ৯ জনকে কাছের হাসপাতালে নেয়া হয়েছে। পুরো এই ঘটনার তদন্ত চলছে।

ট্যাগ: bdnewshour24