banglanewspaper

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে ৩ বছরের এক শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। রবিবার বিকালে যেখানে অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এমন স্থানের গাড়ির ভিতর থেকে ওই সন্তানের মৃতদেহ পাওয়া যায়।

ফ্র্যাংকলিন কাউন্টি শেরিফ অফিস বলছে, সন্দেভাজন দুজন পুলিশকে জানিয়েছে তারা দুপুর ৩ টার সময় হঠাৎ করে তাদের ৩ বছর বয়সী ছেলেক খুঁজে পায় না। ছেলের সাথে তাদের শেষ দেখা হয়েছিল মধ্য রাতে।  

ডাকোটা হিথ ফাওলার ২০ এবং ব্র্যান্ডি মিশেল ব্রাকস ২১ তাদের বাচ্চাকে অবশেষে বাড়ির বাইরের একটি গাড়িতে খুঁজে পান। ওই সময় ওই বাবা মা সাথে সাথেই জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান ৯১১ কে ফোন দেন। ঘটনাস্থলে ওই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে তারা। পরে পুলিশ ওই বাবা মাকে গ্রেফতার করে। 

গাড়ির মধ্যে শিশুটি কত সময় ছিল এ বিষয়ে কিছু জানায়নি কতৃপক্ষ। এখনো এ নিয়ে তদন্ত চলছে।

পরিসংখ্যান বলছে, চলতি বছরে যুক্তরাষ্ট্রে গাড়ির ভিতর ১৫ টি শিশুর মৃত্যু হয়েছে। আর ২০১৭ সাল থেকে হট কারের ভিতর গরমে হিটস্ট্রোক করে মারা গেছে ৩৯ জন। 

ট্যাগ: bdnewshour24