banglanewspaper

অভিনেত্রী আশনা হাবিব ভাবনার মাস্ক পরতে পরতে নাক ও গালের দু’পাশে কালচে দাগ বসে গেছে। সম্প্রতি মুখে দাগ পড়ে যাওয়ার দুটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। যা দেখে অনেকেই আতকে উঠেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সবই তার নতুন নাটকের নিতু চরিত্রের জন্য। করোনার এই সময়ে সম্মুখযোদ্ধা চিকিৎসকদের সম্মান জানাতে তার এই রূপ। ‘মুখ আসমান’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একজন সংগ্রামী চিকিৎসক হিসেবে অভিনয় করেছেন ভাবনা। এটি নির্মাণ করছেন অনিমেষ আইচ।

অভিনেত্রী ভাবনা বলেন, এ ধরনের চরিত্র রূপায়নের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া যায় না। এজন্য আগে থেকেই মাস্ক পরে মুখে দাগ বসিয়েছিলাম। যাতে চরিত্রটি পুরোপুরি বিশ্বাযোগ্য করে তুলতে পারি।

অনিমেষ আইচ জানান, খুব শিগগির ‘মুখ আসমান’ মুক্তি পাবে ইউটিউব চ্যানেলে।

ট্যাগ: bdnewshour24