banglanewspaper

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে মৃত্যুর তালিকায় যুক্তরাজ্যকেও ছাড়িয়ে গেছে ভারত। প্রতিবেশী দেশটি এখন মৃত্যুতে বিশ্বের দেশগুলোর মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬৬ হাজার ৬৯৯ জন আক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে কোভিড-১৯ এ মারা গেছে ৯৪২ জন। 

বর্তমানে ভারতে করোনা ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭ হাজার ৩৩ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যুক্তরাজ্যে কোভিড-১৯ এ ৪৬ হাজার ৭৯১ জন মারা গেছেন। 

প্রাণঘাতি করোনা ভাইরাসে বিশ্বের দেশগুলোর মধ্যে মৃত্যুর তালিকায় মেক্সিকো, ব্রাজিল, যুক্তরাষ্ট্রের পরেই ভারতের অবস্থান। 

সর্বোচ্চ মৃত্যুর তালিকায় চতুর্থ স্থানে থাকা ভারত শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বের তৃতীয় অবস্থানে আছে। ভারতের চেয়ে বেশি আক্রান্ত শুধু যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। 

ট্যাগ: bdnewshour24