banglanewspaper

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস আজ। প্রায় ২০০ বছরের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে তৎকালীন অখণ্ড ভারত উপমহাদেশ। 

প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় গোটা ভারতবাসী দিবসটি আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করলেও এবার নভেল করোনা ভাইরাসের বিরূপ পরিস্থিতিতে প্রস্তুতি সীমিত করা হয়েছে।

তবে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও লালকেল্লায় পতাকা উত্তোলন করে ভাষণ দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী। সেখানে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ভারতীয় সেনা বাহিনীর ২২ জন গার্ড অব অনারে অংশ নেবেন তিনি। 

এরইমধ্যে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। 

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে লাদাখে নিহত ২০ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। 

এছাড়া গেল মে-জুন মাসে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রথম সারিতে থাকায় স্বাধীনতা দিবসে সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছেন ভারত-তিব্বত সীমান্ত পুলিশের ২১ সদস্য।

ট্যাগ: bdnewshour24