banglanewspaper

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টেরি’ ছবি দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন দিশা পাটানি। এরপর প্রতিনিয়তই নিজের শরীরী ভঙ্গিমা ও অভিনয় পারদর্শিতায় ভক্তদের মনে রানীর আসন করে নিয়েছেন। 

সেই দিশা পাটানিই এবার নিজের আবেদনময়ী রূপ ও মেধায় আকাঙ্ক্ষিত নারীর তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন।

এ তালিকায় মূলত অনলাইনে ভোটে বিভিন্ন ক্ষেত্র ও শিল্পের ৪০ বছরের কম বয়সী নারীরা অংশ নেন। সেখানেই নিজের মেধা ও রূপের দ্যুতিতে অন্য অনেককেই ছাড়িয়ে যান দিশা পাটানি।

প্রতি বছরই এ তালিকায় নতুন আবেদনময়ী নারীর নাম উঠে আসে। এবার ক্যাটরিনা, দীপিকা কিংবা শ্রদ্ধা, জ্যাকুলিন ফার্নান্দেজদের মতো সুন্দরীদের টেক্কা দিয়ে শীর্ষে উঠে এলেন দিশা।

এ বছর তালিকায় দিশার পরেই দ্বিতীয় অবস্থানে আছেন সুমন রাও, যিনি মিস ওয়াল্ড২০১৯ এর দ্বিতীয় রানারআপ এবং মিস ওয়ার্ল্ড এশিয়া-২০১৯।

এছাড়া আকাঙ্ক্ষিত নারীর তালিকায় তিন নম্বরে ক্যাটরিনা, চারে দীপিকা, পাঁচে বর্তিকা সিং, ছয়ে কিয়ারা আদভানি, সাতে শ্রদ্ধা কাপুর, আটে ইয়ামি গৌতম, নয়ে অদিতি রাও হায়দারি ও দশ নম্বরে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।

সবশেষ গেল বছর সালমান খানের ‘ভারত’ ছবিতে দেখা যায় দিশাকে। সম্প্রতি ‘বাঘি থ্রি’ ও ‘মালাং’ ছবিতেও ধরা দেন আবেদনময়ী এই আকাঙ্ক্ষিত নারী।

ট্যাগ: bdnewshour24