banglanewspaper

বেতন বৈষম্য কমানোর ঘোষণা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। দেশটির ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা বলছে এখন থেকে ব্রাজিলের নারী ও পুরুষ ফুটবল দলের খেলোয়াড়রা সমান বেতন পাবেন।  

বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুধু ম্যাচে নয়, প্রস্তুতি চলাকালীন সময়েও নারী-পুরুষ উভয় দলকে সমান দৈনিক ভাতা দেয়া হবে।

 এ নিয়ে সিবিএফের সভাপতি রোজারিও কাবোক্লো বলেছেন, ‘আমরা এই সিদ্ধান্ত কয়েক মাস আগেই নিয়েছি। চলতি বছরের মার্চ থেকেই পুরুষ ও মহিলা ফুটবল দলের পুরস্কার ও দৈনিক ভাতায় সমতা কার্যকর হয়েছে।’

একই নিয়ম বলবৎ থাকবে বিশ্বকাপ ও অলিম্পিকের মতো আসরগুলোতেও। এনিয়ে সিবিএফ জানায়, বেতন বৈষম্য থাকছে না বৈশ্বিক আসরগুলোতেও। এনিয়ে সিবিএফ জানায়, ‘আগামী বছর অলিম্পিকেও দুই দল সমান অর্থ পাবে। সেটা যদি নারীদল শিরোপা জিতে  তাতেও পুরুষ দলের সমান উপার্জন করবে।’

শুধু যে ব্রাজিল এই নিয়ম করছে তা নয়। অস্ট্রেলিয়া, নরওয়ে ও নিউজিল্যান্ড জাতীয় নারী ও পুরুষ ফুটবলারদের সমান বেতন দেওয়ার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে।

ট্যাগ: bdnewshour24