banglanewspaper

কানাডার অন্টারিও শহরে বন্দুকধারী এক ব্যক্তি তার চার আত্মীয়কে গুলি করে হত্যার পর আত্মহত্যা  করেছে। পুলিশ জানিয়েছে, মাইকেল লাপা নামে ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি একাই সবাইকে গুলি করে হত্যা করে এবং পরে আত্মহত্যা করে। 

তদন্তকারীরা বলছেন, লাপা যে বাড়িতে থাকত ওই বাড়ির লোকজন সবাই তার আত্মীয়। ওই বাড়িতে সে অনাহুত ব্যক্তি ছিল।

জর্জ টুডো নামে পুলিশের একজন কনস্টেবল জানান, গোলাগুলিতে চার পুরুষ এবং এক নারী নিহত হয়েছেন। এর মধ্যে দু’জনের বয়স ১৮ বছরের কম। ওই বাড়িতে ৫০ বছর বয়সী এক নারীকে আহতাবস্থায় পাওয়া গেছে।

ওই এলাকায় বসবাসরত এক নারী জানিয়েছেন, গোলাগুলির সময় তিনি ঘটনা জানতে পারেন এবং সে সময়কার পরিস্থিতিকে তিনি ভয়ঙ্কর বলে বর্ণনা করেন।

লিজ ম্যাকিনটোশ নামে ওই নারী বলেন, এটি অত্যন্ত নিরিবিলি এবং শান্ত এলাকা এখানে এ ধরনের ঘটনা কল্পনাও করা যায় না। তিনি জানান, ২০ থেকে ৩০ মিনিট ধরে গুলি হয়েছে ওই বাড়িতে। খবর সিবিসি। 

ট্যাগ: bdnewshour24