banglanewspaper

বৈশ্বিক খাদ্যমূল্য গত আগস্টে ছয় মাসের সর্বোচ্চে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা তিন মাস খাদ্যমূল্য বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। 

এফএও বলছে, মাসওয়ারি খাদ্যমূল্য সূচক ২ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে চিনি ও ভেজিটেবল অয়েলের। 

এছাড়া খাদ্যশস্যের দামও কিছুটা বেড়েছে। অন্যদিকে মাংস ও ডেইরি পণ্যের দাম প্রায় জুলাইয়ের মতোই ছিল।

খাদ্যপণ্যকে পাঁচটি গ্রুপে বিভক্ত করে খাদ্যমূল্য সূচক রেখে থাকে এফএও ফুড প্রাইস ইনডেক্স। গত আগস্টে চিনির মূল্য সূচক ছিল ৮১ দশমিক ১ পয়েন্ট, যা আগের মাস থেকে ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

ইইউসহ দ্বিতীয় শীর্ষ চিনি রফতানিকারক দেশ থাইল্যান্ডে আবহাওয়া খারাপ হওয়ায় চিনির দাম মাসওয়ারি বেড়েছে।

আগস্টে ডেইরি পণ্যের গড় মূল্যসূচক ছিল ১০২ পয়েন্ট, যা অনেকটা জুলাইয়ের সমান। ভেজিটেবল অয়েলের মূল্য সূচক আগস্টে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭ পয়েন্ট, যা মাসওয়ারি বেড়েছে ৫ দশমিক ৯ শতাংশ। ২০২০ সালের জানুয়ারির পর থেকে এটা সর্বোচ্চ। 

এদিকে খাদ্যশস্যের (সিরিয়াল) মূল্য সূচক আগস্টে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭ পয়েন্ট, যা জুলাই থেকে ১ দশমিক ৯ শতাংশ বেশি। প্রধান খাদ্যশস্যের মধ্যে সরগাম, যব, ভুট্টা ও চালের দাম সর্বোচ্চ বেড়েছে বলে জানায় এফএও।

মাংসের মূল্য সূচক আগস্টে ছিল ৯৩ দশমিক ২ পয়েন্ট, যা জুলাইয়ের তুলনায় অপরিবর্তিত রয়েছে। খবর আনাদোলু।

ট্যাগ: bdnewshour24