banglanewspaper

দেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৭৩৩ জন। 

নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৭৬ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জনে দাঁড়িয়েছে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭২ জন। বর্তমানে মোট সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গেল ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪টি ল্যাবে ১২ হাজার ৮৫০টি নমুনা সংগ্রহ ও পূর্বের নমুনাসহ ১২ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

ট্যাগ: bdnewshour24