banglanewspaper

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী এস আই টুটুল গেল ১৯ আগস্ট নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছিলেন, আগের চেয়ে তিনি কিছুটা ভালো আছেন। 

তবে দেশের এই জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনয়শিল্পী সুস্থ থাকলেও এখনও করোনামুক্ত হয়েছেন কিনা, তা নিশ্চিত নয়। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এস আই টুটুল গণমাধ্যমকে বলেন, ‘আমার তো অনেক দিন হয়ে গেল, আমি আগের চেয়ে সুস্থ আছি। তবে শরীর দুর্বল। আর এখনও দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয়নি। নাকে কী ঢোকায়, আমার ভয় লাগে। তবে দু-একদিনের মধ্যে আবার পরীক্ষা করবো। ডাক্তার বলেছিলেন, একটু সময় নিয়ে দ্বিতীয় টেস্ট করাতে, যেন একবারে নেগেটিভ আসে।’

ক্যারিয়ারের শুরুর দিকে ব্যান্ড দল ‘এলআরবি’র সদস্য ছিলেন টুটুল। পরে তিনি ‘ফেস টু ফেস’ শিরোনামে একটি ব্যান্ড দল গঠন করেন। ২০০৫ সালে এটি ‘ধ্রুবতারা’ ব্যান্ড নামে আত্মপ্রকাশ করে।

ট্যাগ: bdnewshour24