banglanewspaper

দেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৭৫৯ জন। করোনা শনাক্তে গেল জুন মাসে চীনকে ছাড়ানোর পর এবার মৃতের সংখ্যায়ও চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ। 

গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে যে করোনা ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, সেই চীনে এ পযন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৭৩৪ জন। 

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১ হাজার ৮১২ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫১২ জন। বর্তমানে মোট সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চীনে করোনা প্রাদুর্ভাবের ৩ মাস পর বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর সংবাদ আসে। 

এর আগে গেল ১৩ জুন শনাক্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। চীনে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ১৯৪ জন। 

ট্যাগ: bdnewshour24