banglanewspaper

সিঙ্গাপুরে হাটে বাইপাস সার্জারির পর দেশে ফিরে অনেকটা সুস্থই হয়ে উঠছিলেন ঢালিউডের প্রভাবশালী অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। কিন্তু গেল সোমবার হঠাৎ করেই আবারও অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। 

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ডিপজলের অস্ত্রোপচার হয়। 

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ডিপজলের পিঠের নিচে একটি সিস্ট হয়েছিল। সেটি অস্ত্রোপচার করে অপসারণ করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন বলেও চিকিৎসকরা জানিয়েছেন। 

অস্ত্রোপচারের পর ডিপজল মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, ‘কাটা-ছেঁড়ার পর আমাকে বেডে নেয়া হয়েছে। এখন ভালো অনুভব করছি। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে যাবো। সবার কাছে আমার জন্য দোয়া চাইছি।’

ঢাকাই ছবির এই দাপুটে অভিনেতার পারিবারিক সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই পিঠের ব্যাথায় ভুগছিলেন ডিপজল। পরে সেটা সিস্টের মতো দেখা যাওয়ায় তিনি গত সোমবার শ্যামলীর ওই হাসপাতালে ভর্তি হন। তিনি এখন সুস্থ ও ঝুঁকিমুক্ত আছেন। 

২০১৭ সালে হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসা নেন এই অভিনেতা। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টে সফলভাবে বাইপাস অস্ত্রোপচার হয়। এরপর দেশে ফিরে তিনি সুস্থ হয়ে উঠেন। 

ট্যাগ: bdnewshour24