banglanewspaper

রোহিত শর্মার নেতৃত্বে খেলে তার আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে বলে মনে করেন যশপ্রীত বুমরাহ। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত। আর সেই দলের সেট আপে নিজেকে ভালোভাবে মানিয়ে নিয়েছেন ভারতের এই তারকা পেসার।

তিনি বলেন, ‘রোহিতের নেতৃত্বে খেলা মানে অগাধ স্বাধীনতা প্রাপ্তি। ক্যাপ্টেন আমাকে সবসময় বলে, ‘দলের জন্য নিজেকে উজাড় করে দাও। যে কোনও পরিস্থিতিতে আমি তোমার পাশে আছি। পারফরম্যান্স উন্নত করার জন্য নিজেই নিজেকে উদ্বুদ্ধ কর। পেস বিভাগের দায়িত্ব কাঁধে তুলে নাও। এই ব্যাপারে তোমাকে কেউ নির্দেশ দেবে না।’

‘দলের নেতা যদি এমন কথা বলে, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। তৈরি হয় বাড়তি দায়িত্ববোধ। ক্যাপ্টেন এরকমই হওয়া উচিত। রোহিত সবসময় সহ-খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। প্রত্যেকের প্রতি ওর অগাধ বিশ্বাস। শুধু আমি নই, মুম্বই ইন্ডিয়ান্সের বাকিরাও একই কথা বলবে। দারুণ খেললে বরাদ্দ রোহিতের প্রশংসা। আবার ব্যর্থ হলেও ওকে পাশে পাওয়া যায়। ওর নেতৃত্বে খেলে কখনোই চাপ অনুভব করি না। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সাফল্যের অন্যতম কারণ রোহিতের ক্ষুরধার ক্রিকেটমস্তিষ্ক।’

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স হেরেছে। তবুও হিটম্যানের নেতৃত্বের প্রশংসা করেছেন সতীর্থ ও কোচিং স্টাফেরা। দলের ট্যুইটার পেজে এক ভিডিও পোস্ট করে ব্যাটসম্যান সূর্যকুমার যাদব বলেছেন, ‘মাঠে সবার থেকে পরামর্শ নেন রোহিত শর্মা। কঠিন সময়ে, চাপে থাকা অবস্থায় ওর মতো অধিনায়ক আর দেখিনি।’

ট্যাগ: bdnewshour24