banglanewspaper

আজ রোববার বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিকাল ৫টায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ভার্চুয়ালি বৈঠকে শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করা হয়। তাঁর আগ্রহের প্রেক্ষিতেই ওই টেলি কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবে প্রায় ২২ লাখ কর্মীর রয়েছে বাংলাদেশের এবং দুদেশের সম্পর্কও খুব ভালো বজায়। এই সম্পর্ক আরও যাতে এগিয়ে নেয়া যায় সেই লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয় উঠে আসবে বলে জানানো হয়।

ট্যাগ: bdnewshour24