banglanewspaper

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে পৃথক পৃথক শোক বার্তায় তারা সমবেদনা জানান।

শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সমন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের আইন অঙ্গনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলমের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

করোনায় আক্রান্ত হয়ে রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ট্যাগ: bdnewshour24