banglanewspaper

মেক্সিকোর একটি বারে বন্দুকারীর হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার নারীও রয়েছেন। স্থানীয় সময় রবিবার গুয়ানাহুয়াতো রাজ্যের জেরাল দেল প্রোগ্রেসো শহরে এই ঘটনা ঘটে। 

গুয়ানাহুয়াতো রাজ্যের কৌঁসুলিরা জানিয়েছেন, জারাল দেল প্রোগ্রেসো শহরের কাছে একটি বারে কয়েকটি গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। অঞ্চলটি মিকোয়াকেন রাজ্যের সীমান্তের কাছেই অবস্থিত।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিহত ১১ জনের মধ্যে চারজন নারী রয়েছেন। তারা হাইওয়ের পাশে অবস্থিত ওই বারে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। বাকি সাত জনের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। 

তবে হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি ড্রাগ গ্যাংদের দ্বারা পরিচালিত হামলা হতে পারে। খবর এবিসি নিউজ।

ট্যাগ: bdnewshour24