banglanewspaper

ধানমন্ডিতে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে অ্যার্টনি জেনারেলের নেতৃত্বে জ্যেষ্ঠ কয়েকজন আইনজীবী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মো. মোমতাজ উদ্দিন মেহেদী, আজহারুল্লাহ ভূইয়া, আওসাফুর রহমান বুলু, রবিউল আলম বুধূ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু ও ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত প্রমুখ।

এর আগে রবিবার (১১ অক্টোবর) সকালে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এ এম আমিন উদ্দিন।

২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসা মাহবুবে আলম ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরপর গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় রাষ্ট্রপতি।

ট্যাগ: bdnewshour24