banglanewspaper

ঢালিউড অভিনেত্রী আঁচল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন মডেল ও অভিনেতা এ কে আজাদ আদরের সঙ্গে। ‘চিতকার’ নামের নতুন চলচ্চিত্রে এ জুটিকে দেখা যাবে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে মহরতের মধ্য দিয়ে ইয়াসির আরাফাত জুয়েলের পরিচালনায় রোমান্টিক থ্রিলার ধাঁচের এই ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হলো। 

ক্লিওপেট্রা ফিল্মস প্রযোজিত এ ছবির মধ্য দিয়ে করোনাকালীন বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন এই ঢাকাই নায়িকা। 

আহাদুর রহমানের গল্পে একজন বোবা মেয়ের চরিত্রে দেখা যাবে আঁচলকে। মূলত ‘চিৎকার’ শব্দটাকে আরও প্রবলভাবে প্রকাশের জন্যই ছবির নাম ‘চিতকার’ দেয়া হয়েছে বলে ছবিটির নির্মাতা সূত্রে জানা গেছে।

ছবিটির পরিচালনা করছেন পিন্টু ঘোষ। চিত্রগ্রহণে রয়েছেন ইমন পাইকার ও লাইন প্রযোজক হিসেবে আছেন ইমদাদুল ইসলাম যিকরান।

‘চিতকার’-এ আঁচল-আদর ছাড়াও আরও অভিনয় করেছেন শাহেদ আলী ও সুস্মিতা সিনহা প্রমুখ।

ট্যাগ: bdnewshour24