banglanewspaper

টাইগারদের সঙ্গে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বাংলাদেশে সফরে আসার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

পাকিস্তান ক্রিকেট দল সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন। সেই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের সঙ্গে হোয়াইটওয়াশ হয় দলটি।

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলে আসে বাংলাদেশসেই টেস্টে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) এ বছর না হলেও ক্রিকেটারদের খেলায় রাখতে তিন দলের প্রেসিডেন্টস কাপ আয়োজন করছে বিসিবি। এরপর একটি কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে দেশের ক্রিকেট বোর্ড।

ট্যাগ: bdnewshour24