banglanewspaper

এবার নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গেল ১২ অক্টোবর টেস্ট করানোর পর রিপোর্ট পজিটিভ আসে বলে স্পর্শিয়া নিজেই জানিয়েছেন। 

স্পর্শিয়ার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে নির্মাতা অনন্য মামুন জানান, গেল ১১ অক্টোবর ‘নবাব এলএলবি’ চবির প্যাচওয়ার্কে অংশ নেন স্পর্শিয়া। রাতে বাসায় ফেরার পর অসুস্থ বোধ করেন। পরদিন টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। 

বর্তমানে বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মতো বিশ্রামে আছেন এ অভিনেত্রী। 

গেল ১১ অক্টোবরের শুটিংয়ে স্পর্শিয়ার সহশিল্পী হিসেবে ছিলেন শাহেদ আলী সুজন, সুষমা সরকার, সুমন আনোয়ার, অপু, নির্মাতা অনন্য মামুনসহ অনেকেই। তবে ছবির নায়ক শাকিব খান সেদিন স্পটে ছিলেন না। 

অনন্য মামুন বলেন, ‘ওইদিন আমরা যারা শুটিং স্পটে ছিলাম সবাই এখন সেলফ আইসোলেশনে আছি। দুশ্চিন্তা করে তো লাভ নেই, সচেতন থাকাটাই জরুরি।’

স্পর্শিয়াসহ ইউনিটের সবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন নির্মাতা। 

এর আগে গেল সপ্তাহে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহসান, তানজিন তিশা ও নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘মানি মেশিন’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করছিলেন তারা। ইতোমধ্যে নির্মাতা রাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাহসান ও তিশা বাসাতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ট্যাগ: bdnewshour24