banglanewspaper

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনীত ‘মি. অ্যান্ড মিস চাপাবাজ’ নাটকটি অল্প সময়ে ইউটিউবে কোটি ভিউ’র মাইলফলক অতিক্রম করেছে। নাটকটিতে অপূর্বর বিপরীতে জুটি বাঁধেন এই গ্ল্যামারকন্যা। রাজীব আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেন রুবেল হাসান এবং প্রযোজনা করেছে সিএমভি।

মেহজাবিন বলেন, এটি বাংলাদেশের ইউটিউব ইতিহাসে ‘বড় ছেলে’র পরে দ্বিতীয় দ্রুততম কোটির মাইলফলক অতিক্রমকৃত নাটক। এতো কম সময়ে এতো বড় প্রাপ্তি আসলেই অবিশ্বাস্য। ধন্যবাদ এই নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। সম্প্রতি এই অভিনেত্রীর আরো একটি নাটক আলোচনায় আসে।

গেল পহেলা অক্টোবর মুক্তির পর থেকেই ইউটিউবে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে মেহজাবিন অভিনীত ‘জন্মদাগ’ নাটকটি। ভিকি জাহেদ পরিচালিত এই নাটকে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেন তিনি। 

সম্প্রতি মিজানুর রহমান আরিয়ানের ‘ভাগ্যক্রমে’ ও মেহেদী হাসান জনির ‘পার্টনার’ শিরোনামের নাটকের শুটিং শেষ করেছেন মেহজাবিন। চলতি মাসে ওটিটি প্ল্যাটফরমের জন্য শিহাব শাহীনের পরিচালনায় তার একটি টেলিছবিতে কাজ করার কথা ছিল। কিন্তু এর শুটিং পেছানো হয়েছে।

ট্যাগ: bdnewshour24