banglanewspaper

বলিউড অভিনেত্রী, প্রযোজক ও উদ্যোক্তা প্রীতি জিনতা নিজেকে ‘কোভিড-১৯ টেস্ট কুইন’ দাবি করেছেন। তার এমন দাবির পেছনে কারণ আছে বেশ। এ পর্যন্ত অভিনেত্রী ২০ বার করোনা পরীক্ষা করে ফেলেছেন।

সম্প্রতি নিজের ২০তম করোনা পরীক্ষার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রীতি জিনতা। সেখানে প্রীতি জিনতা বলেছেন, ‘আমি কোভিড টেস্ট কুইন।’ এ ছাড়া সেই ভিডিওর ক্যাপশনে কীভাবে আইপিএলের দলগুলোকে সুরক্ষা দেওয়া হচ্ছে, সে ব্যাপারটি বর্ণনা করেছেন।

বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন প্রীতি জিনতা। আইপিএলে নিজের দল কিংস ইলেভেন পাঞ্জাবকে উৎসাহ দিতে সেখানে অবস্থান করছেন এই অভিনেত্রী। বলিউডের নায়িকা হিসেবে সুপরিচিত প্রীতি জিনতা তেলেগু, পাঞ্জাবি ও ইংরেজি ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন।

ট্যাগ: bdnewshour24