banglanewspaper

সম্প্রতি পেনসিলভানিয়ায় ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পকে ‘ক্রেজি আঙ্কেল’ বলে মন্তব্য করেছেন।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এদিন আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন বারাক ওবামা।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন বারাক ওবামা। এ সময় জো বাইডেনকে সমর্থন করে তিনি বলেন, যদি বাইডেন জয়ী হন তবে আমরা এমন কাউকে প্রেসিডেন্ট হিসেবে পাব যিনি যে কাউকে অপমান করবেন না।

ওবামা আরও বলেন, বাইডেন এমন নন যে কেউ তাকে সমর্থন না করলে জেলে পাঠানোর হুমকি দেবেন। এগুলো কোনওভাবেই একজন প্রেসিডেন্টের আচরণ হতে পারে না।

ট্যাগ: bdnewshour24