banglanewspaper

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) মিঠামাইন উপজেলার কাটখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

কাটখাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো. মাসুদ মিয়া জানান, দুপুরে রান্না করার সময় পাইপের লিক থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়লে বিস্ফোরণ ঘটে। এতে আবদুস সালামের স্ত্রী সিপাইনেছা, দুই ছেলে কামাল ও আনোয়ার, মেয়ে তাসলিমা, দুই নাতি উম্মে হাবিবা ও পারভীনসহ নয়জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দগ্ধদের উদ্ধার করে এবং আগুন নেভায়। আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, দগ্ধ নয় জনের মধ্যে অধিকাংশদের শরীরের ৭০ভাগ পুড়ে গেছে। আর শিশুদের ১০ ভাগ পুড়েছে। এখানে দগ্ধদের আলাদা কোন বার্ন ইউনিট না থাকায় তাদের সু-চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাবে। তাই আহতদের ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। শুধুমাত্র আনোয়ার ইসলাম নামে এক শিশুকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগ: bdnewshour24