banglanewspaper

আবহাওয়া অনুকূলে থাকলে ও কারিগরি জটিলতা না দেখা দিলে পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসবে আগামীকাল রবিবার (২৫ অক্টোবর)। এতে করে ৫ দশমিক ১ কিলোমিটার দৃশ্যমান হবে সেতু।

বিষয়টি নিশ্চিত করে সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, শনিবার বিকেলে ৩৪তম স্প্যানটি ভাসমান ক্রেন দিয়ে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে পিলারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। বৈরী আবহাওয়া থাকায় পদ্মায় তীব্র বাতাস বইছে। এছাড়া রয়েছে আলোর স্বল্পতাও। ফলে আগামীকাল রবিবার সকালে স্প্যানটি বসানো হবে।’

তিনি বলেন, আগামী ৩০ অক্টোবর ২ ও ৩ নম্বর পিলারের উপর ৩৫ তম স্প্যান বসবে। এছাড়া ৪ নভেম্বর ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বাসানোর নির্দেশ দিয়েছে সেতু সচিব।

ট্যাগ: bdnewshour24