banglanewspaper

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী আন্দ্রেজ দুদা। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান দুদুার মুখপাত্র ব্লেজেজ স্পাইকালস্কি। তিনি জানিয়েছেন, শুক্রবার প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হয়। পরে করোনা পজেটিভ ধরা পড়ে।  ৪৮ বছর বয়সী এ প্রেসিডেন্ট কোয়ারেন্টাইনে আছেন এবং শারীরিক অবস্থা ভালো রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট দুদা .সাম্প্রতিক সময়ে বিশ্বের বেশ কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাত করেছেন। এর মধ্যে অধিকাংশই করোনায় আক্রান্ত হয়েছে। তবে আন্দ্রেজ দুদু কিভাবে করোনায় আক্রান্ত হয়েছে তা এখন পরিস্কার নয়।

গত সোমবার এস্তোনিয়ার রাজধানী তালিনে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দুদা। সেখানে তিনি বুলগেরিয়ারন প্রেসিডেন্ট রুমেন রাদেভের সঙ্গে দেখা করেছিলেন। পরে কোয়ারেন্টাইনে যান রাদেভ।

গত কয়েকদিন ধরে পোল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। শুক্রবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৬শ'র বেশি। দেশটিতে রেড জোন জারি করা হয়েছে। এছাড়া ৭০ বছরের বেশি বয়সীদের বাড়ির বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

ট্যাগ: bdnewshour24