banglanewspaper

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: "মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান" এই প্রতিপাদ্য সমানে নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় যুব দিবস ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর রবিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে, করোনা মোকাবিলায় মাস্ক বিতরণ, সনদপত্র, ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই-জাহান এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব আলম খান এর সঞ্চালনায়  ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ূন কবির, ছামিনা বেগম সিপ্রা, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মনি।

বক্তারা বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টিতে করনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। শিক্ষিত কর্মক্ষম বেকারদের কর্মসংস্থান সৃষ্টি দেশের উন্নয়নকে আরো কয়েক ধাপ উপরে নিয়ে যেতে পারে। সে লক্ষেই আমাদের কাজ করে যেতে হবে।

ট্যাগ: bdnewshour24