banglanewspaper

ভাইয়ের রিসেপশনের আসরে হিমাচল প্রদেশের ঐতিহ্যবাহী পোশাকে হাজির হলেন কঙ্গনা রানাউত। যেখানে শাড়ির সঙ্গে হিমাচল প্রদেশের স্থানীয় শাল দিয়ে নিজের সাজ পূরণ করতে দেখা যায় বলিউড কুইনকে। সেই সঙ্গে কঙ্গনার মাথায় ছিল হিমাচলি টুপি। 

হিমাচলি পোশাক পরে স্থানীয় লোকসঙ্গীতের সঙ্গে কোমর দোলাতেও দেখা যায় কঙ্গনাকে। সম্প্রতি রাজস্থানের উদয়পুরে বসে কঙ্গনা রানাউতের ভাই অক্ষত রানাউতের বিয়ের আসর। অক্ষয় এবং রিতুর বিয়ের অনুষ্ঠানে সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহঙ্গায় সাজতে দেখা যায় কঙ্গনাকে। 

অভিনেত্রী জানান, ভাইয়ের বিয়ের জন্য উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিংয়ের ব্যবস্থা তিনি নিজেই করেছেন। পাশাপাশি বহুদিন পর রানাউত বাড়িতে বিয়ের সানাই বাজল। ফলে পরিবারের প্রত্যেক সদস্য খুশি বলেও জানান কঙ্গনা।

ট্যাগ: bdnewshour24