banglanewspaper

মডেলিং ও ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করলেও বিদ্যা সিনহা মিম এখন ঢালিউডের ড্রিমগার্ল। রূপে ও অভিনয়গুণে দ্রুতই নিজেকে ছাড়িয়ে গেছেন। রূপালি পর্দায় ঢাকার পাশাপাশি ওপার বাংলায়ও নিজের জাত চিনিয়েছেন। 

কিন্তু ক্যারিয়ারের তুঙ্গে থাকা এই ঢাকাই নায়িকা কবে ঘর বাঁধবেন, কার গলায় মালা পরাবেন, কাকেইবা জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন- এ নিয়ে দর্শক-ভক্তদের কৌতুহলের শেষ নেই। বহু যুবকের কল্পনার রানি বিদ্যা সিনহা নিজেই এবার বিয়ের সময়টা জানিয়ে দিয়েছেন।  

কবে বিয়ে করছেন? এমন প্রশ্নের উত্তরে মিম বলেন, ‘আমি আগেই সবাইকে জানিয়ে দিয়েছি ২০২২ সালে বিয়ে করবো। সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’

কাউকে কি মন দিয়েছেন, কিংবা বিয়ের জন্য পাত্র কি পছন্দ করেছেন, নাকি পরিবারের পছন্দে বিয়ে করবেন? 

নায়িকার উত্তর- ‘নিজের ও পরিবারের পছন্দে বিয়ে করবো। এখনই ব্যক্তিগত বিষয়গুলো সামনে আনতে চাই না। সময় হোক, সব বলবো।’

সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বিদ্যা সিনহা মিম। মাসের শেষ দিকে ছবিটির শুটিংয়ে অংশ নিতে ঢাকার বাইরে যাবেন তিনি। তবে করোনা পরিস্থিতিতে ঢাকার বাইরে বলেই শুটিংয়ে রাজি হয়েছেন বলে জানান মিম।

যুদ্ধ আর ফুটবলের গল্প নিয়ে নির্মিতব্য সেই ছবিতে কে হচ্ছেন মিমের নায়ক- সেই প্রশ্নের উত্তরটাও আপাতত তুলে রাখতে চাইলেন নায়িকা। 

তবে করোনাকালীন ঘরবন্দি থেকে থেকে হাঁপিয়ে উঠা বিদ্যা সিনহা শিগগিরই দেশের ভেতরেই ফ্যামিলি টুরে যাচ্ছেন বলে জানিয়েছেন। 

ট্যাগ: bdnewshour24