banglanewspaper

উপ-মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিনিয়র, (ডেপুটি সিএপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মনোয়ারা হাবীব। বাংলাদেশে ইতিহাসে এই প্রথম নারী হিসেবে এ পদে তিনি নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ে তিনি যোগদান করেন।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের এক অফিস আদেশে তাকে গ্রেড-১ পদে চলতি দায়িত্বে পদস্থাপন করা হয়। এর আগে তিনি ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) মহাপরিচালক পদে কর্মরত ছিলেন।

দায়িত্ব পাওয়ার পর মনোয়ারা হাবীব বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ পদ। প্রথম নারী ডেপুটি সিএজি (সিনিয়র) পদে যোগদান করতে পেরে অবশ্যই ভালো লাগছে। সিএজি মহোদয় আমার প্রতি যে আস্থা রেখেছেন সেটি যেন ধরে রাখতে পারি, সেই প্রত্যাশা আমার।

ট্যাগ: bdnewshour24