banglanewspaper

দেশে নভেল করোনা ভাইরাসে পরিস্থিতি ফের ক্রমশ খারাপ হচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গতকাল রবিবার একদিনে ৩৮ জনের মৃত্যুর পরবর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত। 

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬ হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৭৬০ জন। 

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ১৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৬১১ জন। 

এর আগে গতকাল দেশে ২ হাজার ৬০ জন আক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু হয়েছিল। 

এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ৫৯ জন। মৃত্যু হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনের। এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছেন ৪ কোটি ৭ লাখ ৬৩ হাজার ৯৫০ জন।

ট্যাগ: bdnewshour24