
দ্বিতীয় মেয়াদে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রোচ মার্ক ক্রিস্টিয়ান কাবোরে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির স্বাধীন নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করে। নির্বাচনে প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়েছেন রোচ। প্রেসিডেন্ট নির্বাচনে ৩০ লাখ ভোটার ভোট দেন। তার মধ্যে একাই ১৬ লাখ ভোট নিয়ে ১২ জন প্রার্থীকে পরাজিত করেন রোচ।
গেল বুধবার বুরকিনা ফাসোতে নির্বাচনের ভোট শুরুর চারদিনের মাথায় বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়। সাংবিধানিক আদালতে যাচাই-বাছাই শেষে আগামীকাল শনিবারের মধ্যে চূড়ান্ত ফল ঘোষণা হবে।
২০১৫ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন রোচ। সেবার বিরোধী প্রার্থীকে তিনি ১২ শতাংশ ভোটে পরাজিত করেছিলেন।
এদিকে নির্বাচিত হওয়ার পর রোচ দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধন্যবাদ জানান। পাশাপাশি বিরোধীদেরও অভিনন্দন জানান। দেশের ঐক্য ও সংহতি সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তবে বিরোধীদের অভিযোগ, নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করে ভোটারদের ঘুষ ও উৎকোচ দেয়া হয়েছে। অন্তত ৩০ শতাংশ ভোটার ভুয়া ব্যালটে ভোট দিয়েছেন বলেও দাবি বিরোধীদের।
ট্যাগ: bdnewshour24