banglanewspaper

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। ১৪ হাজার ১২টি নমুনা পরীক্ষা করে এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৯০৮ জন। 

দেশে গত মার্চের শুরুর দিকে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৫৮০ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন হলো।

গত একদিন আরও ২ হাজার ২০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন, তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন হয়েছে।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিসের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। 

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৫তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়ে ৩৩ তম অবস্থানে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে গত ৫ নভেম্বর মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর আসে ৩০ জুন। 

ট্যাগ: bdnewshour24