banglanewspaper

দক্ষিণ আফ্রিকা থেকে পায়ে হেটে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র মসজিদ আল আকসায় পৌঁছেছেন এক যুবক। দুই বছর দুমাস পায়ে হেটে সম্প্রতি জেরুজালেম এসে পৌঁছান শহীদ বিন ইউসুফ স্টাকালা নামে ওই যুবক।  
 
শহীদ বিন ইউসুফ বলেন, মুসমানদের প্রথম কেবলা ও তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসায় নামাজ পড়তে আমি ২০১৮ সালে কেপটাউন থেকে হাটা শুরু করি। অবশেষে এ বছরের নভেম্বরে জেরুজালেম এসে পৌঁছাতে পেরে আমি অনেক খুশি। 

আল আকসা অভিমুখী ২৬ মাসের এই যাত্রা শেষে, তিনি রাসুলের (সা.) এর স্মৃতিবিজড়িত পবিত্র মক্কায় পায়ে হেটে হজ করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। খবর প্যালেস্টাইল ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট।

ট্যাগ: bdnewshour24