banglanewspaper

হলিউড-বলিউড থেকে শুরু করে বিভিন্ন শোবিজ অঙ্গনে নায়ক-নায়িকারা ইদানিং ওয়েব সিরিজের দিকে ঝুকছেন। এ বিষয়টি নিয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি নিজের অভিব্যক্তি জানিয়েছেন।

‘পোড়ামন’ খ্যাত এই ঢাকাই নায়িকা বলেন, ‘যুগের সাথে তো অবশ্যই তাল মেলাতে হবে। এখন যুগ ওদিকে যাচ্ছে, হলিউড-বলিউড...।’

তিনি বলেন, ‘অ্যামাজনে মুক্তি পেয়েছে ‘গুড নিউজ’ সিনেমা। করোনাকালেও প্রায় সব ছবিই মুক্তি পাচ্ছে। এটা যুগের সঙ্গে তাল মেলানো হচ্ছে। যদিও আমার পারসোনালি এটা ভালো লাগে না। কারণ হলভর্তি মানুষের সামনে নিজের কাজটা দেখানো একটা ডিফারেন্ট ফিলিংস।’

ওয়েব সিরিজের বলয় বৃদ্ধি প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘আর কোনও দিন হল ভর্তি দর্শক পাবো না- এটা ভাবতে আমার খুব কষ্ট হয়। হলের জন্য বড় পর্দার জন্য কাজ করাটা অন্যরকম আসলে। দুঃখের বিষয়, সবাই যেদিকে যাবে সময় যেদিকে যাবে আমাদেরও তো সেদিকেই যেতে হবে।’

মাহিয়া মাহির তাতে এখন অনেক কাজের প্রস্তাব থাকলেও তিনি চান স্টোরি, চরিত্র ও নির্মাতা দেখে চুক্তিতে সাইন করতে। এমনকি একশোটা প্রস্তাব আসলে একটাতে সাড়া দেবেন। ফলে এখন নতুন কোনও ছবিতে মাহিকে পেতে কী কী লাগবে সে কথাও ওই সাক্ষাৎকারে জানান নায়িকা।  

তিনি বলেন, ‘প্রোডাকশন হাউস আমাকে নিয়ে চিন্তা করলে আগে ডিরেক্টর কে সেটা দেখবো। কারণ একটা জঘন্য স্টোরিও একজন ডিরেক্টর খুব এক্সক্লুসিভভাবে ফুটিতে তুলতে পারেন। সো আমার প্রথম চুজিং ডিরেক্টর, দ্বিতীয় স্টোরি। সঙ্গে স্টোরিতে আমার ক্যারিয়ার কী, সেটাও।’

ব্যবসায়ী পাত্র পারভেজ মাহমুদ অপুর সঙ্গে চার বছরের সংসারজীবনে নানা সময়ে বিভিন্ন গুঞ্জন প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘চার বছর ধরে এসব শুনে অভ্যস্ত হয়ে গেছি। আমি এখন ২৪ ঘণ্টায় ২৬টা পোস্ট করি না ফেসবুকে। উই আর টুগেদার নাউ...।’

সংসারে নতুন অতিথি কবে আসছে? মাহির উত্তর- ‘একটু সেটল হয়ে নিই, ইনশাল্লাহ...।’ তবে সেটল হতে কত সময় লাগতে পারে সেটা নিয়ে নায়িকা এখনও ভাবেননি।

ট্যাগ: bdnewshour24