banglanewspaper

পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন ‍যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। তার ব্যক্তিগত চিকিৎসক কেবিন ওকনোর এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন বলে রবিবার (২৯ নভেম্বর) বার্তা সংস্থা সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে। 

কেবিন ওকনোর বরাত দিয়ে সিএনএন জানায়, বাইডেন তার পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পিছলে পড়ে আঘাত পেয়েছেন। এতে তার পায়ে সামান্য ফ্রাকচার হয়েছে। তবে সিটি স্ক্যান করার পর চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন, তার পায়ে চিড় ধরেছে। 

এতে আগামী কয়েক সপ্তাহের জন্য বাইডেনকে একটি ওয়াকিং বুটি পরে থাকতে হবে বলেও তার চিকিৎসক জানিয়েছেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় বলেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন নির্বাচিত হন। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউজে প্রবেশ করলে তিনি হবে যুক্তরাষ্ট্রের প্রবীণ প্রেসিডেন্ট

ট্যাগ: bdnewshour24