banglanewspaper

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পানান গ্রামে অনুষ্ঠিত হলো ঘোর দৌড়।

গতকাল১৩ জানুয়ারী বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ঘর দৌড় অনুষ্ঠিত হয়েছে।

নাগরপুর সদর ইউনিয়নের সদস্য আব্দুস ছামাদ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক মো. শহিদুল ইসলামের সঞ্চালনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছামাদ দুলাল।

দুইটি ইভেন্টে ঐতিহ্যবাহী এ ঘোর দৌড় অনুষ্ঠিত হয়।

কদমে ইভেন্টে উপজেলার পুষ্টকামারী গ্রামের চ্যাম্পিয়ন হন আইয়ুব আলী এবং দাপটে ইভেন্টে চাম্পিয়ন হন পানান গ্রামের হুমায়ুন কবির।
ঘোর দৌড় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার টেলিভিশন তুলে দেন আয়োজকরা।

এ সময় আরোও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  মোঃ নিজাম উদ্দিন, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি বাবুল, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আজম ও উপজেলার বিভিন্ন বয়সী হাজারো বিনোদন প্রেমীরা।

ট্যাগ: bdnewshour24