banglanewspaper

প্রায় ৮ মাস পর নভেল করোনা ভাইরাসে মৃত্যু দেখলো ভাইরাসটি উৎপত্তিস্থল হিসেবে পরিচিত দেশ চীন। 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজধানীর বেইজিংকে ঘিরে রাখা হেবেই প্রদেশের এক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এর আগে গেল বছরের ১৭ মে করোনায় সবশেষ মৃত্যুর খবর পেয়েছিল শি জিন পিং এর দেশ। 

করোনার উৎস সন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল যেদিন চীনে পা রাখলে কাকতালীয়ভাবে সেদিনই ৮ মাস পর নতুন মৃত্যুর এখন বেরুলো। 

গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের ঘনবসতিপূর্ণ উহান শহরে প্রথম করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এরপর বিশ্বের সব দেশেই এ ভাইরাস ছড়িয়ে পড়ে। তবে মার্চের মধ্যেই চীনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। 

এদিকে চলতি মাসে চীনে নতুন করে করোনার সংক্রমণ ঘটছে। দেশটির উত্তরের একটি জেলা ও একটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ২ কোটিরও বেশি মানুষ লকডাউনের আওতায় এসেছে। 

বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গেল মার্চের পর একদিনে এটিই সর্বোচ্চ সংক্রমণ। 

চীনে এখন পর্যন্ত কোভিড-১৯ সংক্রমিত মানুষের সংখ্যা ৮৭ হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত ৪ হাজার ৬৩৫ জন মারা গেছেন, সুস্থ হয়েছেন ৮২ হাজার ৩২৪ জন। চিকিৎসাধীন আছেন ৮৮৫ জন, তাদের মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক। 

ট্যাগ: bdnewshour24