banglanewspaper

নিজ কণ্ঠে গান গাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছেন বহুল আলোচিত ও বিতর্কিত তিনি। কিন্তু এরপরও দমে যাননি তিনি। একের পর এক গান প্রকাশ করেই চলেছেন নিজের ইউটিউব চ্যানেলে। এবার মাইকেল জ্যাকসন রূপে আসছেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) হিরো আলমের নতুন গানের ভিডিওতে তাকে এই বেশে দেখা গেল।

তার ‘কালা মাইকেল জ্যাকসন’ শিরোনামের ভিডিও প্রকাশের আগে নিজের ইউটিউব চ্যালেলে শুটিংয়ের সময়কার ভিডিও প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে হিরো আলম বলেন, আমার মনে হয় কালা মাইকেল জ্যাকসন গানটির ভিডিও মানুষের ভালো লাগবে। আমি তো সব মানুষের জন্য গান বা ভিডিও করি না। প্রত্যেকের একটি ভক্তশ্রেণি রয়েছে। আমার একটি ভক্তশ্রেণি রয়েছে যারা আমার গান দেখে-শোনে। আমি তাদের জন্যই কাজ করি।

গান গেয়ে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন হিরো আলম। তবে থেমে থাকেননি। সমালোচনার বন্যাকে উপেক্ষা করে একে একে ১০টি গান গেয়ে ফেলেছেন তিনি।

মিউজিক ভিডিও এর শুটিং-এ হিরো- আলমের সঙ্গে একাধিক নারী মডেলকে পারফর্ম করতে দেখা গেছে।

ট্যাগ: bdnewshour24