banglanewspaper

টলিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এক এক করে তিনবার বিয়ে করেছেন। তিনবারই সংসার ভেঙেছে। এখন চতুর্থবার কার সঙ্গে মালাবদল হবে, এ নিয়ে শোবিজপাড়ায় কানাঘুষা চলছে। মায়ের চার নম্বর বিয়ে নিয়ে গুঞ্জনের মধ্যেই ছেলের প্রেম সামনে এলো। 

বছরের শুরুতেই সবাইকে চমকে দিয়েছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়। জানিয়েছেন, তিন বছর ধরে তিনি মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন। 

মায়ের তৃতীয় বিয়ে ভাঙার খবর ও চতুর্থ বিয়ের পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে যখন তোলপাড় চলছে, ঠিক এমন সময় নিজের প্রেম প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী ও পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র পুত্র অভিমন্যু।

কদিন আগেই প্রেমিকাকে নিয়ে রাজস্থান ঘুরতে গিয়েছিলেন শ্রাবন্তীপুত্র। সেই ঘুরাঘুরির ছবিই এবার প্রকাশ্যে এলো। একেবারের রাজকীয় কায়দায় দামিনীকে নিজের সাম্রাজ্যের রানি ঘোষণা করলেন অভিমুন্য।

গেল রবিবার ইনস্টাগ্রামে দামিনীকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন- ‘আমার রাজত্বের রানি’। 

ছবিতে দামিনীকে নীল ডেনিম ও স্কাই ব্লুটপে আর অভিমন্যুকে জিনস ও লেদার জ্যাকেটে দেখা যায়।

ট্যাগ: bdnewshour24