banglanewspaper

অপেক্ষার পালা শেষে গেল ২৭ জুলাই করোনাকালীন সীমিত পরিসরে মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। কিন্তু বিয়ের প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও এখনও নাকি স্বামীর সঙ্গে সংসার শুরু করেননি তিনি। এ নিয়েই এবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন গায়িকা।

করোনাকালীন ঘরবন্দি থাকলেও বসে ছিলেন না কর্ণিয়া। বেঁধেছেন নতুন গান। সম্প্রতি নতুন একটি গানের ভিডিও প্রকাশ হয়েছে তার। ‘অন্ধ প্রহর’ শিরোনামের সেই গানটির কথা, সুর-সংগীত করেছেন সেতু চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন তারই বন্ধু পি. সুপ্পু।

সেই গান ও ভিডিও প্রসঙ্গে কর্ণিয়া বলেন, ‘করোনাকালে বেশ কিছু নতুন গান তৈরি করেছি। ‘অন্ধ প্রহর’ গানটির দৃশ্যধারণ হয়েছে সিলেটে। সফট ঘরানার গান এ গানটি আশা করি ভালো লাগবে সবার।’

এছাড়াও নতুন আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। নতুন এ গানটির শিরোনাম ‘খেয়ালী’। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এটি ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে কর্ণিয়া জানিয়েছেন।

বর্তমানে ‘থার্টি মিনিটস উইথ কর্ণিয়া’ নামে ইউটিউবে একটি অনুষ্ঠান করছেন কর্ণিয়া। সেই অনুষ্ঠানে সাড়া কেমন মিলছে? এমন প্রশ্নে তিনি গণমাধ্যমকে বলেন, ‘নিজের ইউটিউব চ্যানেলকে সক্রিয় রাখতেই এই আয়োজন। এর ১৫টি পর্ব প্রচার হয়েছে। ভক্ত-দর্শকদের সাড়া পাওয়াতেই এতগুলো পর্ব হয়েছে। প্রতি সোমবার আমার ইউটিউব চ্যানেলে ‘থার্টি মিনিটস উইথ কর্ণিয়া’র নতুন পর্ব প্রচার হয়ে থাকে। গানের পাশাপাশি ভক্তদের সঙ্গে আড্ডাটাও দারুণ জমে।’

সবশেষ ‘দ্য অ্যাডভাইজর’ চলচ্চিত্রের জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তবে সেই সিনেমায় এ গানটি থাকবে কিনা, সেটা এখনও চূড়ান্ত হয়নি। 

দাম্পত্য জীবন ও সংসার কেমন উপভোগ করছেন? কর্ণিয়া বলেন, ‘আমার ভালো আছি। তবে আমাদের সংসারটা এখনও শুরু হয়নি। এ বছরই একটি অনুষ্ঠান আয়োজনের ইচ্ছে আছে। সবার দোয়া নিয়েই সংসার জীবনটা শুরু করতে চাই।’

ট্যাগ: bdnewshour24