banglanewspaper

গার্মেন্টস শ্রমিকরা ৩০ শতাংশ ঝুঁকি ভাতা প্রদানের দাবিতে জাতীয় পতাকা হাতে নিয়ে র‌্যালি করেছে। পরে সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচিও পালন করে তারা। 

শুক্রবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
 
সমাবেশে ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি কম হওয়ায় তারা ওভারটাইমের ওপর নির্ভরশীল। ওভারটাইম ভাতার ওপর নির্ভর করে গার্মেন্টস শ্রমিকরা তাদের পরিবার নিয়ে জীবনযাপন করে। কিন্তু করোনাকালে ওভারটাইম না থাকায় মাসিক আয় কমে গেছে। এতে করে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে কঠিন সময় পার করছে। তাই ঝুঁকি নিয়ে কাজ করায় শ্রমিকদের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা প্রদান করতে হবে। আজকের সমাবেশ থেকে আমাদের এই একটাই দাবি। তাহলে শ্রমিকরা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। 

ফেডারেশনের সভাপতি ও শ্রমিক নেতা আমিরুল হক আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংগঠনটির সহ-সভাপতি ফারুক খান, সাফিয়া পারভীন, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও কোষাধ্যক্ষ নাসিমা আক্তারসহ প্রমুখ বক্তব্য দেন। এসময় বিভিন্ন গার্মেন্টসের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ: bdnewshour24