banglanewspaper

‘বয়সী ব্যাচেলর’ খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান এখন ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবি শুটিংয়ে ব্যস্ত। সেই ছবিতে সালমানের বিপরীতে নায়িকা চরিত্রে থাকছেন ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী প্রজ্ঞা জয়সওয়াল। 

ছবিটির সংশ্লিষ্টদের বরাত দিয়ে পিংকভিলা ডটকমের খবরে বলা হয়েছে, ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির টিমের সঙ্গে গোপনে শুটিং করছেন প্রজ্ঞা। ছবিতে সালমানের প্রেমিকার ভূমিকায় থাকা এ অভিনেত্রীর সঙ্গে একটি জমজমাট রোমান্টিক গানও রয়েছে।

তেলেগু ভাষার ‘কাঞ্চি’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া প্রজ্ঞা বেশ কয়েকটি পুরস্কারও জিতেছেন। নন্দমুরি বালাকৃষ্ণের ‘১০৬ নম্বর’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করা প্রজ্ঞাকে পবন কল্যাণের নতুন ছবিতেও দেখা যেতে পারে।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ভাষার ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ ছবি অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। 

মহেশ মাঞ্জরেকরের পরিচালনায় সালমান-প্রজ্ঞা ছাড়াও এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মাকে। বছরের মাঝামাঝি ছবিটি মুক্তি পেতে পারে।

ট্যাগ: bdnewshour24