banglanewspaper

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। রবিবার ৬৭ বছর বয়সী প্রেসিডেন্ট আন্দ্রেস নিজেই তার করোনা শনাক্ত হয়েছে বলে ঘোষণা দেন।

টুইটারে প্রেসিডেন্ট আন্দ্রেস বলেন, তার করোনার হালকা উপসর্গ আছে। তিনি চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে তিনি চিন্তিত নন। তিনি সব সময় আশাবাদী। সংক্রমিত হওয়া সত্ত্বেও তিনি ঘরে বসেই রাষ্ট্রীয় কাজ চালিয়ে যাবেন। 

করোনা মোকাবিলা নিয়ে প্রেসিডেন্ট আন্দ্রেস নিজ দেশে বেশ সমালোচিত। মেক্সিকোতে করোনার সংক্রমণ বাড়ছে। বাড়ছে প্রাণহানিও। এমন প্রেক্ষাপটে দেশটির খোদ প্রেসিডেন্টই করোনায় সংক্রমিত হলেন।

রবিবারও দেশটিতে নতুন করে ১০ হাজার ৮৭২ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৫৩০ জন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ১৭ লাখ ৬৩ হাজার ২১৯। মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৬১৪ জন।

ট্যাগ: bdnewshour24