banglanewspaper

চলতি মাসে দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা ক্রমেই বাড়বে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ শাহিনুর রহমান জানান, সারা দেশে ক্রমেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৫ দিনে আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। 

তিনি আরও জানান, আজ অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আগামীকাল ভোরের দিকে সারা দেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুশায়া পড়তে পারে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। 

ট্যাগ: bdnewshour24