banglanewspaper

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে মাইন বিস্ফোরণে জাতীয় নির্বাচন কমিশনের (সিইএনআই) ৭ কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার পশ্চিম নাইজারের সংঘাত কবলিত টিলাবেরি এলাকায় এ ঘটনা ঘটে।

দেশটিতে রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছে। নির্বাচন কর্মকর্তারা পশ্চিম নাইজারের টিলাবেরি এলাকার ভোটকেন্দ্রগুলিতে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে।

নির্বাচন কমিশনের স্থানীয় শাখার সহ-সভাপতি হারুনা মৈনকাইলা বলছেন, টিলাবেরি নাইজার, বুর্কিনা ফাসো এবং মালির ত্রি-সীমান্তবর্তী অঞ্চল, যেখানে আল-কায়েদা এবং আইএসআইএস এর সাথে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলি খুবই শক্তিশালী। এই অঞ্চলে তারা প্রায়ই আক্রমণ চালায়।

ট্যাগ: bdnewshour24