banglanewspaper

বলিউডের বিতর্কিত অভিনেত্রী ও সাবেক পর্ন তারকা সানি লিওন আবারও বিয়ে করছেন? তা যদি না হবে তবে এমন ওয়েডিং গাউন কেন পরলেন? সেই গাউনে তো সানিকে নববধূর মতোই লাগছে। ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক, তবে কি নতুন কোনও পুরুষের সঙ্গে বাঁধা পড়ছেন এই লাস্যময়ী। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সানির পোস্ট করা একটি ছবি ও সঙ্গে জুড়ে দেয়া ক্যাপশনই এমন প্রশ্নের জন্ম দিয়েছে। ওয়েডিং গাউন পরা ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন- ‘ম্যারি মি’। 

অনেকে মনে করছেন, রিয়েলিটি শো স্প্লিটস ভিলার শুটের জন্যিই সানি এমন সাদা গাউনে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন।

কারণ এই শোয়ের শুটিংয়ের জন্য কেরালায় গিয়েছিলেন সানি। সেখানে কখনও স্থানীয় নারীদের মতো শাড়ি পরে, কখনও আবার ভিন্ন লুকে ধরা দেন এই অভিনেত্রী। 

তবে সবকিছুর পর সানির ছবি ও ক্যাপশন নিয়ে দ্বিধায় পড়েছেন ভক্ত-অনুরাগীরা। যদিও সানি লিওন নিজে এখনও কোনও মন্তব্য দেননি।

ট্যাগ: bdnewshour24