banglanewspaper

ক্যাপিটল হিলে দাঙ্গায় অংশ নেয়ার অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত এবং আরও ২৯ জনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে সিএনএন এর এক খবরে নিশ্চিত করা হয়েছে। 

খবরে বলা হয়েছে, ক্যাপিটল হিলে হামলাকালে হামলাকারীদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে এক বরখাস্ত পুলিশ কর্মকর্তাকে। আরেক কর্মকর্তা ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ লেখা টুপি পড়ে হামলাকারীদের নির্দেশনা দিয়েছেন।     

গত মাসে জানানো হয়, কয়েকজন পুলিশ কর্মকর্তার আচরণবিধি লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করতে দাঙ্গার ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরপরেই পুলিশ কর্মকর্তার এই বরখাস্ত হবার ঘটনা ঘটল। 

ট্যাগ: bdnewshour24