banglanewspaper

নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে আটকে রেখেছে পুলিশ। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে ৫০১ নম্বর রুম থেকে আমরা মামুনুল হককে আটক রেখে জিজ্ঞাসাবাদ করছি। ওই নারীকে তিনি নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন। বিস্তারিত পরে জানানো হবে।’

শনিবার (৩ এপ্রিল) বিকেলে ওই রিসোর্টে মামুনুল হককে অবরুদ্ধ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, ঘটনাস্থলে পুলিশ-প্রশাসন উপস্থিত আছে। তারা ঘটনাটি যাচাই করে দেখছে।

স্থানীয়দের অভিযোগ, একজন নারীকে নিয়ে তিনি ওই রিসোর্টে সময় কাটাতে গিয়েছিলেন। তবে মামুনুল বলছেন, দুই বছর আগে এই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে তিনি বিয়ে করেছেন।

এদিকে স্যোশাল মিডিয়ায় মামুনুল হককে আটকের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ‘মামুনুল হক ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করে বলছেন, দুই বছর আগে আমি তাকে শরীয়া মোতাবেক বিয়ে করেছি। এখানে আমি তাকে নিয়ে ঘুরতে এসেছি। এখানে যারা আমার সঙ্গে দুর্বব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিবো। আমি আল্লাহর নামে শপথ ও কসম করে বলতেছি, সে আমার স্ত্রী।’

ট্যাগ: bdnewshour24